বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বাংলাদেশ সংবাদ- বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে।

শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে পরিচ্ছন্ন কর্মীরাও অংশগ্রহণ করেন।

মানববন্ধনে করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফয়সাল হাজবুন, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মাসুমসহ অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফয়সাল হাসবুন বলেন, “আমাদের কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলা চালানো হয়েছে। মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে; যা অনৈতিক। আমাদের স্টাফরা এখন গ্রেফতার আতংকের মধ্যে রয়েছে।
ষড়যন্ত্র করে বরিশালের প্রাণ ভোমড়া সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এ মামলা প্রত্যাহার করা না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।”

মানববন্ধনে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন