বাংলাদেশ সংবাদ- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবা মায়ের সংগ্রাম দেখে নিজেকে ধীরে ধীরে বিশ্ব দরবারের কাছে নন্দিত নেতায় পরিণত করেছেন।
আজ মঙ্গলবার সন্ধায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
শিক্ষামন্ত্রী বলেন, তিনি পর্যায়ক্রমে নিজেকে সবার কাছে অপরিহার্য করে গড়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার করেছেন,বাংলাদেশের মানুষকে উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখিয়ে চলেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যেদিন বাবা ও মা সহ পুরো পরিবারকে হারিয়েছেন, সেদিন থেকে নিজের সুখ- আনন্দ – সবকিছু বিসর্জন দিয়ে দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন। শোককে শক্তিতে পরিণত করে তিনি এগিয়ে যাচ্ছেন অসাধারণ গতিতে।
তিনি আরো বলেন, পিতার সব স্বপ্ন একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন। পালটে যাচ্ছে রাজনীতির পুরো চালচিত্র। সমাজের নানা খাতে পরিবর্তন হচ্ছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও নারীর অংশ গ্রহণ বেড়েছে ব্যাপক হারে।
শিক্ষা মন্ত্রী বলেন, আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একটা সময় আছি যখন শেখ হাসিনার মত একজন রাষ্ট্রনায়ক পেয়েছি।
সংগঠনের সভাপতি অধ্যাপক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, সংগঠনের সদস্য সচিব সৈয়দ জাফর আলী উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে কেক কাটা ও দোয়া শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...