প্রত্যেককে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত : লায়ন মো. গনি মিয়া বাবুল

প্রত্যেককে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত : লায়ন মো. গনি মিয়া বাবুল

বাংলাদেশ সংবাদ- বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে প্রত্যেককে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত। গাজীপুর জেলার শ্রীপুরে টেপিরবাড়ি পশ্চিম পাড়া কাছম আলীর বাড়ী জামে মসজিদে ২১ জুলাই সকালে ঈদের জামাতের মুসল্লীদের উদ্দেশ্য বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ত্যাগ -উৎসর্গে আত্ম পরিশুদ্ধ হয়। পবিত্র ঈদ-উল-আযহা ও কোরবানীর প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ-উৎসর্গ ও আল্লাহর তাকওয়া অর্জন করা। মানুষের মধ্যে বিরাজমান পশু শক্তি কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা ইত্যাদি রিপু গুলোকে কোরবানী দিতে হবে। তাহলেই পশু কোরবানী দেওয়া স্বার্থক হবে।

পবিত্র ঈদ উল আযহার জামায়াতে নামাজ পড়ান মাওলানা হাফেজ মোঃ আশরাফুল ইসলাম। নামাজ ও খুতবা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন