প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ব্যতিত টেকসই উন্নয়ন সম্ভব নয় : ধর্ম প্রতিমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ব্যতিত টেকসই উন্নয়ন সম্ভব নয় : ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ- ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ব্যতিত টেকসই উন্নয়ন সম্ভব নয়। দেশের মানুষের টেকসই তথা প্রকৃত উন্নয়ন এর লক্ষ্যে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য নিরসনে বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি বলেন, সমাজের বঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন ভাতা, অনুদান, খাদ্য সহায়তা, স্বল্প সুদে ঋণ, প্রয়োজনীয় প্রশিক্ষিত করে মানব সম্পদ হিসেবে তৈরি করছেন। এর ফলে বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে বিরাট পরিবর্তন সাধিত হচ্ছে।
প্রতিমন্ত্রী আজ ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত উত্তর সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ শীর্ষক” প্রকল্পের আওতায় পলবান্ধা ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গরু বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যেই নয়, বরং নদী ভাঙ্গণ, বন্যা ইত্যাদি প্রাকৃতিক কারণে অনুন্নত জনপদ ও অঞ্চলের মানুষের কল্যাণে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছেন। এরূপ একটি প্রকল্পের উদাহরণ হল “কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ শীর্ষক” প্রকল্প। এ প্রকল্পের আওতায় জামালপুর জেলার ১২টি ইউনিয়নের প্রতিটিতে ২৯০ জন দরিদ্র ব্যক্তির প্রত্যেককে সর্বোচ্চ ৪০ হাজার টাকায় একটি গরু ক্রয় করে দেয়া হচ্ছে এবং এর সাথে আনুসাঙ্গিক খরচ হিসেবে ৩ হাজার ৩০০ টাকা দেয়া হবে।
তিনি বলেন, উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে ইসলামপুর উপজেলায় এ প্রকল্পের কাজ অত্যন্ত সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে যা অন্যদের জন্য অনুকরণযোগ্য।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন