বাবা দিবসের কবিতা: আমার বাবা মোঃ মিজানুর রহমান

বাবা দিবসের কবিতা: আমার বাবা মোঃ মিজানুর রহমান

বাংলাদেশ সংবাদ-

আমার বাবা
মোঃ মিজানুর রহমান

ঢাকা থেকে কিছু দূরে,
জন্ম তাঁর গাজীপুরে,
ঋণী আমি তাঁরই তরে।

তিনি আমার বাবা,
ঢাকায় তাঁর বাসা,
আমার জীবনের আশা।

পেশা তাঁর শিক্ষকতা
নীতি তাঁর সততা,
তিনি আমার কবিতা।

নাম তাঁর গনি,
ভাল মানুষ তিনি,
উত্তম তাঁর স্বভাবখানি।

পরিচিতি: ডা. মোঃ মিজানুর রহমান
চিকিৎসক, পপুলর মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

Comments are closed.

More News...

তাঁর শুভ জন্মদিন লায়ন মোঃ গনি মিয়া বাবুল

সুনজর লায়ন মোঃ গনি মিয়া বাবুল