উন্ননয়শীল দেশগুলোতে টিকা পাঠাতে বাইডেনের পরিকল্পনায় মোমেনের ধন্যবাদ

উন্ননয়শীল দেশগুলোতে টিকা পাঠাতে বাইডেনের পরিকল্পনায় মোমেনের ধন্যবাদ

বাংলাদেশ সংবাদ- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ সিএনএন-এ দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উন্নয়নশীল দেশগুলোকে বিপুল সংখ্যক অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা ডোজ বিতরণের ঘোষণার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
শীর্ষস্থানীয় বৈশ্বিক গণমাধ্যমটিকে তিনি বলেন, ‘এটি আমাদের জন্য সুসংবাদ’, যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশ মরিয়া হয়ে টিকার সন্ধান করছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন ঘোষণা শুনে ঢাকা আনন্দিত এবং ওয়াশিংটন ডিসিকে প্রায় ৮০ মিলিয়ন ডোজ টিকার একটি অংশ বাংলাদেশে পাঠানোর জন্য অনুরোধ করে, যা যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা করেছে।
মোমেন বলেন, তিনি ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন।
তিনি সিএনএনকে বলেন, আমাদের এটা (টিকা) খুব দরকার। যদি কোন চালান আসে, আমরা এখনই এটি নিয়ে যাব।
তবে তিনি উদ্বেগ প্রকাশ করেন মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ) অ্যাস্ট্রাজেনেকা রপ্তানি অনুমোদন দিতে দীর্ঘ সময় নিচ্ছে।
সিএনএন-এর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের অস্থায়ী শিবিরে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং এর ফলে সেখানে কোভিড-১৯-এর প্রাণহানি ও সংক্রমণের হার খুবই কম।
তিনি বলেন, বাংলাদেশ সরকার জোর পূর্বক বাস্তুচ্যুত নির্যাতিত রোহিঙ্গাদেরও টিকা দিতে চায়।
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতার সম্পর্কে আরেকটি প্রশ্নের জবাবে মোমেন আশ্বাস দেন তিনি ন্যায় বিচার পাবেন।
তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ খুবই স্বাধীন, তিনি (রোজিনা) ন্যায় বিচার পাবেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন