মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক,শোষণমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা- লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক,শোষণমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা- লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বাংলাদেশ সংবাদ- বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক, শোষণমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এসকল লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর মেধা, শ্রম, সততা, দূরদৃষ্টি ও বলিষ্ঠ গতিশীল নেতৃত্বে সম্প্রতি বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। দেশের এই মর্যাদা, উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে সকলকে স্বীয় দায়িত্ব সততা ও দক্ষতার সাথে যথাযথভাবে পালন করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালনের সময় দেশ পরিচালনার রয়েছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা, যা আমাদের জন্যে গর্বের ও অহংকারের। স্বাধীনতা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে ১৯৭১ সালে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দৈনিক বঙ্গজননী সাংবাদিক পরিবারের উদ্যোগে ২৬ মার্চ বিকেলে পত্রিকার ফকিরাপুলস্থ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এই সব কথা বলেন। দৈনিক বঙ্গজননী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান জিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত তথ্য সচিব মোহাম্মদ আজহারুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কম্বাইন্ড পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান এস আহমেদ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক আলী নিয়ামত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আনিসুর হক খোকন, পত্রিকার উপদেষ্টা এডভোকেট খান চমন-ই-এলাহী প্রমুখ।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন