মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ছিলেন প্রেরণা ও শক্তির উৎস- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি

মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ছিলেন প্রেরণা ও শক্তির উৎস- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি

বাংলাদেশ সংবাদ- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ছিলেন প্রেরণা ও শক্তির উৎস। মুক্তিযুদ্ধের কথা এলেই বার বার চলে আসে বঙ্গবন্ধুর কথা। মুক্তিযুদ্ধের পটভূমি রচনায় তিনি যেমন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তেমনই যুদ্ধের শুরুতেই ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং ৯ মাসের সশস্ত্র সংগ্রমে তিনি শক্তি ও সাহস যুগিয়েছেন। বঙ্গবন্ধু বাঙালি ও বাংলাদেশকে প্রতিনিয়ত আলোকিত করছে। বঙ্গবন্ধু ছিলেন অবহেলিত, নির্যাতিত ও নিষ্পেশিত মানুষের অভিসংবাদিত নেতা। তিনি মানুষকে হৃদয় ও অন্তর দিয়ে ভালোবাসতেন। বাঙালিরাও তাকে অনুরূপভাবে ভালোবাসতেন হৃদয়-অন্তরে। বঙ্গবন্ধুর জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে ঢাকা কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে সততা ও স্বচ্ছতার সাথে স্বীয় দায়িত্ব পালন করার আহ্বান জানান। বঙ্গবন্ধু একাডেমীর সিনিয়র সহ-সভাপতি শেখ ইকবাল খোকন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী।

বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিঝির সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাথী, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, জিল্লুর রহমান পরিষদের সাধারণ সস্পাদক আক্তারুজ্জামান খোকা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সদস্য লিয়াকত আলী খান প্রমুখ।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল