বাংলাদেশ সংবাদ- বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সাংবাদিকরা দেশের উন্নয়নে কাজ করছেন। বর্তমান বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি জাতীয় ও আন্তর্জঅতিকভাবে প্রশংসিত। এই উন্নয়ন অগ্রগতির অন্যতম অংশিজন হচ্ছে গণমাধ্যম ও সাংবাদিকরা। উন্নয়ন-অগ্রগতি টেকসই করার জন্যে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য।
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে (২০ মার্চ) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, তৃণমূল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ খুবই প্রয়োজন। প্রশিক্ষিত সাংবাদিক সমাজ গড়ে তোলার জন্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা বৃদ্ধি করা অপরিহার্য। বর্তমান সরকারকে সাংবাদিকবান্ধব উল্লেখ করে তিনি আরো বলেন, তথ্য অধিকার আইন, তথ্য কমিশন গঠন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ সাংবাদিকদের কল্যাণে এ সরকার অনেকগুলো প্রশংসনীয় কাজ করছে। তিনি সাংবাদিকদেরকে ইতিবাচক ও উন্নয়নমূলক সংবাদ আরো অধিক পরিবেশন করার আহ্বান জানান। তিনি আরো বলেন, আরজেএফ তার কর্মের মাধ্যমে ইতোমধ্যেই দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও আরজেএফ’র ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মাইটিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু, সাপ্তাহিক নয়া পদক্ষেপের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ ইনসুর আলী, ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মাসুদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এফবিজেও’র স্থায়ী পরিষদ চেয়ারম্যান লায়ন মোঃ নুরুল ইসলাম, আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মঞ্জুর হোসেন ঈসা, প্রতিষ্ঠাতা সি: ভাইস চেয়ারম্যান নজির আহম্মদ, ভাইস চেয়ারম্যান সালাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আলম খান সজল, অর্থ সম্পাদক সৈয়দ আল-আমিন হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক কবি মাহবুব আরা দুলু, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ধর্ম সম্পাদক অধ্যক্ষ ছিদ্দিকুর রহমান আজাদী, মহিলা সম্পাদিকা উর্মি রহমান, বন ও পরিবেশ সম্পাদক রেজাউল ইসলাম, মানবাধিকার সম্পাদক এনামুল হক নাঈম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাসুদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার, সহ-স্বাস্থ্য সম্পাদক আইয়ুব আনসারী, কার্যকরী সদস্য শাহদাত হোসেন শাহিন, এফবিজেও’র প্রধান সমন্বয়কারী মোঃ শামছুল আলম, আরজেএফ’র জাতীয় পরিষদ সদস্য ওবায়েদুর রহমান সাইদ, মোঃ ছানাউল্যাহ, সাধারণ পরিষদ সদস্য এরফান আলী বিপ্লব, যশোর জেলার আহ্বায়ক সুমন চক্রবর্তী, তেজগাঁও প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফারুখ হোসেন প্রমূখ। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, অনুষ্ঠানের প্রধান আলোচক ও আরজেএফ’র উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
Comments are closed.
এ রকম আরও খবর
ঢাকায় নৌকার হাট
কবির হোসেন রাজধানীর খিলগাঁও থানার নাসিরাবাদ ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের বাসিন্দা।
| জাতীয়দামি জামদানি কেন লুকিয়ে রাখেন তাঁতি?
অফ হোয়াইট আর সোনালি জরির কাজ করা একটা জামদানি দেখাচ্ছিলেন
| অন্যান্যফলের মেলা
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার থেকে শুরু হয়েছে জাতীয় ফল
| জাতীয়খুদে বিজ্ঞানীদের আবিষ্কার
খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের আবিষ্কার খুদে বিজ্ঞানীদের
| তথ্যপ্রযুক্তিফুলের রাজ্য
সবুজ-শ্যামল পাহাড়েঘেরা একটি অপূর্ব জায়গা হবিগঞ্জের ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’।
| জাতীয়ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি আর গাড়ি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট চলছে। আজ সোমবার সকাল নয়টার দিকে
| জাতীয়পানির এটিএম
এটিএমে টাকা মেলে, এটা পুরোনো কথা। কিন্তু রাজধানীতে এমন দুটি
| অন্যান্যআরেকটি পাকিস্তানি রূপকথা
কে না জানে, ক্রিকেট বিস্ময় উপহার দিতে ভালোবাসে। তাই বলে
| জাতীয়More News...