এইচ টি ইমামের মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক

এইচ টি ইমামের মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক

বাংলাদেশ সংবাদ- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) এক শোক বার্তায় তিনি বলেন, এইচ টি ইমাম মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন। তিনি ১৯৭১ মহান মুক্তিযুদ্ধে যোগ দিয়ে অসামান্য অবদান রেখেছেন, তিনি ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রশংসার সাথে পালন করে আসছিলেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সর্বদা মানবতার কল্যাণে কাজ করেছেন। তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
উল্লেখ্য যে, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৪ মার্চ) প্রথম প্রহরে এইচ টি ইমাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন