ভাষা আন্দোলন বাঙালির প্রেরণা ও শক্তির উৎস- মোজাফ্ফর হোসেন পল্টু

ভাষা আন্দোলন বাঙালির প্রেরণা ও শক্তির উৎস- মোজাফ্ফর হোসেন পল্টু

বাংলাদেশ সংবাদ- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফ্ফর হোসেন পল্টু বলেছেন, ভাষা আন্দোলন বাঙালির প্রেরণা ও শক্তির উৎস। ভাষা আন্দোলনেই স্বাধীন বাংলাদেশের বীজ রোপিত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ১১ মার্চ থেকে রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে আন্দোলন ও গণসচেতনতা বাড়ানোর জন্য নানা কার্যক্রম অব্যাহত রেখেছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি, বর্তমানে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনয়তনে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব শান্তি ও সমঝোতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। তিনি বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতিকে উজ্জীবিত করে শক্তি ও সাহস যুগিয়েছে। যার ধারাবাহিকতায় ১৯৭১ সালে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যা বাঙালি জাতির শ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। তিনি আরো বলেন, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সর্বস্তরে বাংলা ভাষা ও বাংলা সন তারিখের প্রচলন করতে হবে। সংগঠনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কবিরতœ মুহাম্মদ আব্দুল খালেক, এমএইচ মারুফ সিকদার, বীর মুক্তিযোদ্ধ মোঃ আবুল মিয়া, শৈলীকণ্ঠ সম্পাদক এমজি বাবর, জগদিশ সরকার, ইঞ্জি: এম সোহেল আহমেদ, হাজী আবুল কালাম, মোঃ জমাল হোসেন, ফরিদা পারভিন সাথী, হাসুরা বেগম, মোঃ সেলিম, মোঃ শাহজামাল, বীর মুক্তিযোদ্ধা, মোঃ তোফাজ্জেল হোসেন, মোসা: নারগিস আক্তার, মোঃ তাজুল ইসলাম, সাথী আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে গবেষণা ও মানবসেবায় বিশেষ অবদান রাখায় লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে শান্তি পুরষ্কার ২০২১ প্রদান করা হয়। এছাড়াও আরো কয়েকজনকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শান্তি পুরষ্কার ২০২১ প্রদান করা হয়েছে।

Comments are closed.

More News...

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত

সাহিত্যে রফিকুল হক দাদু ভাইয়ের অসামান্য অবদান রয়েছে ….. লায়ন গনি মিয়া বাবুল