শহিদ দিবসে পুষ্পস্তবক অর্পণের সময় অনুসরণীয় স্বাস্থ্যবিধি

শহিদ দিবসে পুষ্পস্তবক অর্পণের সময়  অনুসরণীয় স্বাস্থ্যবিধি

বাংলাদেশ সংবাদ- কোভিড-১৯ পরিস্থিতি-বিবেচনায় ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

স্বাস্থবিধি অনুসরণের প্রধান নিয়মসমূহ :-

প্রতিটি সংগঠনের পক্ষ হতে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি এবং ব্যক্তিপর্যায়ে একসাথে সর্বোচ্চ ২ জন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন;
শহিদ মিনারের সকল প্রবেশমুখে হাতধোয়ার জন্য বেসিন ও লিকুইড সাবান রাখতে হবে;
শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে;
মাস্কপরা ব্যতিরেকে কাউকে শহিদ মিনার-চত্বরে প্রবেশ করতে দেয়া হবে না;
শহিদ মিনারচত্বরে শৃঙ্খলারক্ষার জন্য পর্যাপ্ত সংখ্যক স্কাউট/গার্লস গাইড/স্বেচ্ছাসেবক সদস্য নিয়োজিত করতে হবে এবং তাদের কাছে হ্যান্ড-স্যানিটাইজার ও মাস্ক সরবরাহ করতে হবে, যাতে আগত জনসাধারণ হ্যান্ড-স্যানিটাইজ করে শহিদ মিনারে প্রবেশ করতে পারেন। কেউ মাস্ক না নিয়ে এলে তাদের মাস্ক সরবরাহ করতে হবে।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন