স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের বছরেই মেট্রোরেল চালু হবে- পরিকল্পনা মন্ত্রী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের বছরেই মেট্রোরেল চালু হবে- পরিকল্পনা মন্ত্রী

বাংলাদেশ সংবাদ- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, কোভিড-১৯ এর কারণে ঢাকা মেট্রোরেলের কাজ বাধাগ্রস্ত হলেও এখন দিন-রাত কাজ চলছে। আশা করা যায়, আগামী বিজয় দিবসে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হবে। বিজয় দিবসে এটা হবে জাতির জন্য উপহার।

মন্ত্রী আজ উত্তরার দিয়াবাড়ীতে দেশের প্রথম মেট্রোরেলের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, মেট্রোরেলের ভাড়া এখনও নির্ধারণ করা হয়নি, ভাড়া নির্ধারণে একটি কমিটি কাজ করছে।

এ সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, আগামী ২৩ এপ্রিল ট্রায়াল রান শুরু হবে। বিভিন্ন দেশে এটি তিন মাস থেকে এক বছর পর্যন্ত চলে। ট্রায়াল রানের পর নিশ্চিতভাবে বলা যাবে কবে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হবে।

এ সময় প্রকল্প পরিচালক মোঃ আফতাবউদ্দিন তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন