করোনা টিকা নিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সচিব

করোনা টিকা নিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সচিব

বাংলাদেশ সংবাদ- করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সচিব তপন কান্তি ঘোষ। আজ সকাল ১০:৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে তাঁরা টিকা নেন।
টিকা দিয়ে মন্ত্রী ও সচিব উভয়ই ভালো বোধ করছেন। কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি।
টিকাদান শেষে উপস্থিত সাংবাদিকদের মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, সারা দেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে। বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে। বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধাসহ সকলকে করোনা টিকা নেয়ার আহ্বান জানান।
এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন