গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা মন্ত্রী

গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা মন্ত্রী

বাংলাদেশ সংবাদ- দেশে অধিকহারে গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী আজ ঢাকায় এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা বিভাগের সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ আয়োজিত ‘গবেষণার চূড়ান্ত ফলাফল উপস্থাপন সংক্রান্ত সেমিনার-২০২১’ -এ প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
সামাজিকবিজ্ঞান গবেষণা পরিষদ থেকে গবেষণা কাজে যে অর্থ ব্যয় করা হয় তা অপ্রতুল মন্তব্য করে মন্ত্রী আরো এ খাতে অর্থ বাড়ানোর পরামর্শ দেন। তিনি সরকারি অর্থ ব্যয় করে কোনো অদ্ভূত বিষয়ে গবেষণা না করে দৈনন্দিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গবেষণা করার আহ্বান জানান।
সেমিনারে পরিকল্পনা সচিব মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীন। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন