পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহর কোভিড-১৯ টিকা গ্রহণ

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহর কোভিড-১৯ টিকা গ্রহণ

বাংলাদেশ সংবাদ- পাবর্ত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ আজ ঢাকায় জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন। এ সময় তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন। তাঁর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
টিকা গ্রহণের পর তিনি বলেন, ভয়হীনতার মধ্যে না থেকে সকলের টিকা নেওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলভাবে কোভিড-১৯ ব্যবস্থা করেছেন ও নিয়ন্ত্রণে রেখেছেন। বিশ্বের উন্নত দেশ যখন ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশও একই সময় পেয়েছে। এটা প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টা ও জনগণের প্রতি তাঁর ভালবাসার নিদর্শন। যার ফলে দেশে দ্রুত ভ্যাকসিন এসেছে।
তিনি বলেন, উন্নত বিশ্ব যেখানে করোনা ভাইরাস মোকাবিলায় পুরোপুরি সফল হতে পারেনি, সেখানে করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী সফল হয়েছেন। সারা বিশ্ব এটা স্বীকার করে। তিনি সফল রাষ্ট্রনায়ক হিসেবে করোনা ভাইরাস মোকাবিলা করেছেন। এ সময় সংসদের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন