‘বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

‘বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সংবাদ- ‘বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা’ শিরোনামে কোভিড-১৯ পরবর্তী বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে করণীয় নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি অনুবিভাগ’ এর উদ্যোগে গতকাল একটি ভার্চুয়াল সভা আয়োজন করা হয়। উক্ত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভার্চুয়াল সভাটিতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন।
এ ভার্চুয়াল সভায় মন্ত্রী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক কূটনীতির ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে আলোকপাত করে বলেন মন্ত্রী বলেন, দেশে দ্রুত শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি এবং উচ্চতর দক্ষতা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।
পরিকল্পিত শিল্পায়নের জন্য এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্টকল্পে সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে পররাষ্ট্র সচিব দ্রুত এবং টেকসই শিল্পায়নের ওপর গুরুত্বারোপ করেন। সঠিক অবকাঠামো, প্রয়োজনীয় সেবা এবং সময়োপযোগী নীতিমালার মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলসমূহ জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রায় এক নতুন গতি সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহের রাষ্ট্রদূতগণ এ ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন