গত ২৪ ঘন্টায় দেশব্যাপী ২ লাখ ৪ হাজার ৫৪০ জনের ভ্যাকসিন গ্রহণ

গত ২৪ ঘন্টায় দেশব্যাপী ২ লাখ ৪ হাজার ৫৪০ জনের ভ্যাকসিন গ্রহণ

বাংলাদেশ সংবাদ- গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকা-সহ সারা দেশে মোট ২ লাখ ৪ হাজার ৫৪০ জন কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৪০ হাজার ১৫২ জন এবং মহিলা ৬৪ হাজার ৩৮৮ জন।

গত ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৫ লাখ ৪২ হাজার ৩০৯ জন। এদের মধ্যে পুরুষ ৩ লাখ ৮৬ হাজার ৫৫৮ জন এবং মহিলা ১ লাখ ৫৫ হজার ৭৩১ জন।

ভ্যাকসিন প্রদান শুরুর প্রথম দু’দিন অর্থাৎ গত ২৭ ও ২৮ জানুয়ারি মোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ছিল ৫৬৭ জন।

এদিকে, ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে আজ থেকে দেশের ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলোতে অন-অ্যারাইভাল রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা করা হচ্ছে বলে ঢাকায় একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

উল্লেখ্য, দেশব্যাপী এই ভ্যাকসিন সরকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে প্রদান করছে।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন