অনগ্রসর জনগোষ্ঠীর স্বার্থে সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে-ধর্ম প্রতিমন্ত্রী

অনগ্রসর জনগোষ্ঠীর স্বার্থে সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে-ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ- ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অস্বচ্ছল, দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থ ও জীবন মান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তা অসহায় ব্যক্তিদের কল্যাণে তিনিই প্রথম ভাতা চালু করেন। এসব ভাতাপ্রাপ্তি সহজ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভাতাভোগীদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রতিমন্ত্রী আজ জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত ইসলামপুর উপজেলার গাইবান্ধা, চর গোয়ালিনী, গোয়ালেরচর ইউনিয়ন ও ইসলামপুর পৌরসভার (আংশিক) গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার উপবৃত্তির ব্যবস্থা করে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করেছেন। কৃষকদের জন্য প্রণোদনা, ভর্তুকি ও সহজ কৃষি ঋণের ব্যবস্থা করেছেন। জেলেদের বিশেষ সাহায্য প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৭০ হাজার ভূমিহীন-গৃহহীনকে মুজিববর্ষে বিনামূল্যে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন