অমর একুশে বইমেলা ২০২১ আগামী ১৮ মার্চ শুরু

অমর একুশে বইমেলা ২০২১ আগামী ১৮ মার্চ শুরু

বাংলাদেশ সংবাদ- বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২১’ স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে আগামী ১৮ মার্চ হতে শুরু হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনা মহামারির কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ নিয়ে ৩টি সম্ভাব্য তারিখ ও সময়সীমা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সম্প্রতি সারসংক্ষেপ প্রেরণ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী আগামী ১৮ মার্চ হতে বইমেলা শুরু করার ব্যাপারে অনুমোদন প্রদান করেন।
অন্যদিকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী এবার ১০টি বিভাগে মোট ১০ জন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন।
উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
গত ২৫ জানুয়ারি বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০২০’ ঘোষণা করেন।
বিভিন্ন বিভাগে যারা ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০২০’ পাচ্ছেন তারা হলেন- কবিতায় মুহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়ার শামীম, প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল, অনুবাদে সুরেশরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং লোকসাহিত্যে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

Comments are closed.

More News...

হেমন্ত

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল