দেশীয় নান্দনিক সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করতে হবে

দেশীয় নান্দনিক সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করতে হবে

বাংলাদেশ সংবাদ- লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ২২ জানুয়ারি বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে কবি জসীম উদ্দীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশবরেণ্য শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। কবি জসীম উদ্দীন জন্মোৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক কবি জয়শ্রী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ শওকত আলী, কবি জসীম উদ্দীনের ছোট ছেলে খুরশিদ আনোয়ার জসীম উদ্দীন, কবি ও সাংবাদিক সাবিনা ইয়াসমিন, ভেড়ামারা পৌরসাভার মেয়র আনোয়ারুল কবির টুটুল ও ড. ফোরকান উদ্দীন। লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম কনক এর সঞ্চালনায় অনুষ্ঠানে কবি- সাহিত্যকিসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় নান্দনিক সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কবি জসীম উদ্দীন ছিলেন দেশীয় সংস্কৃতির অন্যতম ধারক-বাহক। আবহমান বাংলার প্রকৃতির রূপ ও সাধারণ মানুষের যাপিত জীবনের চিত্র কবি জসীম উদ্দীনের লেখায় সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি বস্তুনিষ্ঠ বিষয়াদি তাঁর লেখায় উপস্থাপন করেছেন। নতুন প্রজন্মকে কবি জসীম উদ্দীনের লেখাগুলো জানাতে হবে। বক্তার দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
অনুষ্ঠানে ‘বিজয়ের ৫০ বছর’ ও ‘বঙ্গ আমার বন্ধু আমার’ এবং সকলের বঙ্গবন্ধু নামে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। কবির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। আলোচনা শেষে কয়েকজনকে সাহিত্য ক্ষেত্রে বিশেষ আবদান রাখায় কবি জসীম উদ্দীন সাহিত্য সম্মাননা ২০২১ প্রদান করা হয়।

Comments are closed.

More News...

হেমন্ত

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল