দীর্ঘমেয়াদি সুফলের জন্য প্রকল্প নিতে হবে- বীর বাহাদুর উশৈসিং

দীর্ঘমেয়াদি সুফলের জন্য প্রকল্প নিতে হবে- বীর বাহাদুর উশৈসিং

বাংলাদেশ সংবাদ- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় প্রকল্প প্রণয়নের সময় দূর্গম ও প্রত্যন্ত এলাকায় যেতে হবে। এক জায়গায় একাধিক সংস্থা যেন প্রকল্প না নেয় তা নিশ্চিত করতে সমন্বয় করতে হবে। এসকল প্রকল্প হতে জনগণ যাতে দীর্ঘমেয়াদি সুফল পায় সেটা বিবেচনা করে প্রকল্প নেওয়ার আহ্বান জানান তিনি।

আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রকল্প প্রণয়নের সময় কৃষিকে অগ্রাধিকার দিতে হবে, যাতে করে পার্বত্য এলাকার চাষযোগ্য কোনো কৃষি জমি অনাবাদী না থাকে। পার্বত্য এলাকার কৃষকদের উন্নত জাতের ফল ও উচ্চমূল্যের বিভিন্ন মশলা উৎপাদনের আগ্রহ রয়েছে, কিন্তু তাদের সেই সার্মথ্য নেই। এসব কৃষকদের কথা বিবেচনা করে পার্বত্য চট্টগ্রামে মিশ্র ফল চাষ ও উচ্চমূল্যের মশলা চাষের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বীর বাহাদুর বলেন, প্রকল্পের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা স্মরণ করে দিয়ে বলেন, কোনো প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হবে না। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে প্রকল্প পরিচালকদের নির্দেশনা দেন তিনি।

তিনি আরো বলেন, ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে, তেমনি খারাপ কাজ করলে তিরস্কার ও শাস্তি পেতে হবে। এসময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদকে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: সফিকুল আহম্মদের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরী, মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন