সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- নানক

সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- নানক

বাংলাদেশ সংবাদ- স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, দেশে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় জাহাঙ্গীর কবির নানক এ আহ্বান জানান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন দেশের একটি রাজনৈতিক দল বিএনপি তা দেখতে পায় না। তাদের সময় দেশের সংবিধান, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল । তাই তারা উন্নয়ন দেখতে পায় না। তাই তারা মনে করে তারা যেভাবে ধ্বংস করেছে দেশের সবকিছুই সেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এদের ষড়যন্ত্র মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে আজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, স্বাধীনতার পর এদেশের মানুষ প্রহর গুনছিলেন বঙ্গবন্ধু কবে ফিরে আসবে। তাদের একই কথা ছিল বঙ্গবন্ধু ফিরে না এলে এ স্বাধীনতা মূল্যহীন, এ স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে। বঙ্গবন্ধু যখন দেশকে পুনরগঠনে আত্ম নিয়োগ করেন তখন ৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যা করে। আজ বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপ্ত করছেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তবে শেখ হাসিনার বিরুদ্ধে তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতায় নেমেছে। ভাস্কর্য তাদের মুল লক্ষ না মুল লক্ষ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, দেশের উন্নয়নকে থামিয়ে দেওয়া। আজ আমাদের শপথ নিতে হবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে আমরা এক্যবদ্ধ থাকবো।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু যখন এ দেশকে পুনর্গঠনের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন স্বাধীনতাবিরোধী শক্তি তাকে নির্মমভাবে হত্যা করে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। এ দেশের উন্নয়ন আজ বিশ্বের কাছে বিস্ময়ে পরিণত হয়েছে। আজ আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো। সা¤প্রদায়িক শক্তি, মুক্তিডুদ্ধ বিরোধী শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না।
তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশে বিস্ময়কর উন্নয়ন হচ্ছে তখন স্বাধীনতার পরাজিত শক্তি এই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।আমাদের আজকের শপথ এই ষড়যন্ত্র মোকাবেলা করবো। পাশাপাশি বঙ্গবন্ধু হত্যার মূল ষড়যন্ত্রকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের ব্যবস্থা করব।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আফজাল রহমান বাবু, সহ-সভাপতি আব্দুল আলিম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম প্রমুখ বক্তব্য রাখেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন