জাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

জাম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

বাংলাদেশ সংবাদ- জাম্বিয়ার প্রেসিডেন্ট রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন। গত বছর দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেও তিনি বিভিন্ন অভিযোগ থেকে রেহাই পান। খবর এএফপি’র।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে গত জুনে ৪৮ বছর বয়সী চিতালু চিলুফিয়াকে গ্রেফতার করা হয়েছিল।
তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় তথ্য দেখাতে না পারায় জিম্বাবুয়ের একটি আদালত তাকে অভিযোগ থেকে মুক্তি দেন এবং তিনি ফের তার দায়িত্ব পালন শুরু করেন।
কিন্তু প্রেসিডেন্ট ইদগার লুঙ্গু অপ্রত্যাশিতভাবে রোবাবার এ মন্ত্রীকে বরখাস্ত করেন। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রবার গ্লাভস, কনডম ও মেডিকেল কিট ক্রয়ে সরকারি অর্থ অপব্যবহারের বিভিন্ন অভিযোগ রয়েছে।

Comments are closed.

More News...

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

জাপানে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত