তরুণদের উপর আস্থা নির্বাচকদের

তরুণদের উপর আস্থা নির্বাচকদের

বাংলাদেশ সংবাদ- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে দলে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা। তাদের দক্ষতা ও পারফরমেন্সের উপর আস্থার কারণেই নির্বাচকরা দলে নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত প্রাথমিক দলে তরুণ কেলোয়াড় হিসেবে আছেন- পেসার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, স্পিনার নাসুম আহমেদ ও ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।
নির্বাচকরা জানান, দুর্দান্ত পারফরমেন্স তাদের দলে সুযোগ দিতে ও জাতীয় দলের সাথে মানিয়ে নিতে তাদেরকে প্রস্তত করা হচ্ছে।
ঐ চার খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত সর্বশেষ দু’টি আসরে (প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ) দুর্দান্ত পারফরমেন্স করেছেন।
শরিফুলের বিষয়টি কিছুটা ভিন্ন। ঐ দু’টি টুর্নামেন্টের আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলে নিজের যোগ্যতার প্রমান দিয়েছেন তিনি। এছাড়া দীর্ঘদিন ধরেই বিসিবির পাইপলাইনে রয়েছেন । নির্বাচকরা জানান, এখন সময় এসেছে তাকে পরবর্তী ধাপে নিয়ে যাবার।
মেধাবী-উদিয়মান ক্রিকেটার হিসেবে দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ৪২ বলে দেশের ক্রিকেটে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।
নির্বাচকদের বিশ্বাস তাকে কিছুটা দেখভাল করলে দেশ সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য তাকে দলে নেয়া হয়েছে।
নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘এটি আমাদের প্রাথমিক দল। যারা এখানে নতুন তারা সম্প্রতি ও আগের বেশ কিছু টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন।’
তিনি আরও বলেন, ‘কিন্তু শরিফুল দীর্ঘদিন ধরেই খেলছে। এমনকি শরিফুল ‘এ’ দলের হয়েও খেলেছে। সে দীর্ঘদিন ধরে আমাদের পাইপলাইনে ছিলো। আমাদের দেখা সবচেয়ে রোমাঞ্চকর খেলোয়াড় ইমন। আমরা তাকে দ্রুত প্রস্তুত হবার সুযোগ দিচ্ছি।’
প্রাথমিক দলের খেলোয়াড়রা দু’টি দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে দু’টি অনুশীলন ম্যাচ খেলবে। ঐ দুই ম্যাচের পারফরমেন্স পর্যবেক্ষন করে চূড়ান্ত দল গঠন করা হবে বলে জানান নির্বাচক হাবিবুল বাশার।
তিনি বলেন, ‘ভবিষ্যতে আমরা এসব খেলোয়াড়কে ব্যবহার করতে পারি। ১৪ ও ১৬ জানুয়ারি দু’টি অনুশীলন ম্যাচের পর আমাদের দল গঠন করতে হবে। আমরা এসব ছেলেদের সুযোগ দিচ্ছি যাতে, তারা বর্তমান জাতীয় দলের সাথে খেলে নিজেদেরকে প্রস্তুত করতে পারে।’
সূত্রঃ বাসস

Comments are closed.

More News...

শেখ কামাল এনএসসি পুরস্কারে ভুষিত হলেন ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই সংগঠন

‘শেখ কামাল ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাওয়ার্ড’ বিসিবির সবচেয়ে বড় পুরস্কার : পাপন