প্রধানমন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোন

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোন

বাংলাদেশ সংবাদ- রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার কথা বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক টি এসপার। শুক্রবার সন্ধ্যায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

ইহসানুল করিম বলেন, “রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের উদারতা প্রদর্শনের প্রশংসা করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে তার দেশের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।”

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী এসপার। এছাড়া প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণে উচ্চ পর্যায়ে সংলাপ ও আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত প্রকাশ করেন তারা।

এ সময় যুক্তরাষ্ট্রকে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এসপার। বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণহানিতে শোক প্রকাশ করেন এবং করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবজনিত জরুরি পরিস্থিতি মোকাবেলায় দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বলে। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যার্পণে প্রতিরক্ষামন্ত্রী এসপারের সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন “মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ ব্যাপারে সহযোগিতা করার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন।”

গত মাসে বৈরুত বন্দরে বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন তিনি। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ তার গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করে এসপার বলেন, “যুক্তরাষ্ট্র এ বিষয়ে সমর্থন দিয়ে যাবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন এবং নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। এসপার আরও বলেন, তার সরকার বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি অথবা ভবিষ্যতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সাহায্য করতে প্রস্তুত রয়েছে।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন