রাসেল হত্যার সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রাসেল হত্যার সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ সংবাদ- গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বিদ্যাকানন নিকাতন বিদ্যালয়ের শিক্ষক রাসেল হত্যার সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১১ সেপ্টেম্বর ২০২০ইং বিকাল ৪ টায়) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘এসএসসি ২০১০ এবং এইচএসসি ২০১২ অল ওভার বাংলাদেশ’র উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে ১০-১২ অল ওভার বাংলাদেশের পক্ষ থেকে ন্যায় বিচারের দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আর কাউকে যেন রাসেলের মতো অকালে জীবন দিতে না হয়।

রাসেলে হত্যাকারীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। এসএসসি ২০১০ এবং এইচএসসি ২০১২ অল ওভার বাংলাদেশ এর উদ্যোগে ৮টি বিভাগে একই সময়ে একযোগে সারা বাংলাদেশে মানববন্ধন পালন করা হয় রাসেল হত্যা সুষ্ঠ বিচার ও তার পরিবারের নিরাপত্তার দাবিতে।

ইঞ্জিনিয়ার মোঃ সোহেল খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ আরমান হোসেন, এডভোকে ফয়েজ, খোরশেদ আলম, ইব্রাহিম, আবির হোসেন, কামাল হোসেন, মাহবুব খান, ইভান আরো অনেকে।

প্রেস বিজ্ঞপ্তি-

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন