তল্লা মসজিদ নির্মাণে নীতিমালা মানা হয়নি-প্রধানমন্ত্রী

তল্লা মসজিদ নির্মাণে নীতিমালা মানা হয়নি-প্রধানমন্ত্রী

বাংলাদেশ সংবাদ- আলোচিত নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত মসজিদ নির্মাণে কোনো নীতিমালা মানা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মসজিদ নির্মাণ করা হয়েছে এমন জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিলো। তার কোনও অনুমোদন ছিলো না। নীতিমালাও মানা হয়নি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনের সমাপনি বক্তব্যে সংসদ নেতা এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণের ঘটনা সত্যিই খুব দুঃখজনক। মসজিদ নির্মাণে অনুমোদন ছিলো না। কোনা নীতিমালা ছিলো না। জায়গাটাও মসজিদ কমিটির নয়। অপরিকল্পিতভাবে মসজিদ নির্মাণের কারণে কতগুলো জীবন প্রদীপ নিভে গেল।

এ ঘটনায় নিহতদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণে আমরা অনেকগুলো মুসল্লিকে হারিয়েছি। নামাজ পড়া তারা অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন