মেজর সিনহা নিহতের ঘটনায় আদালতে বোনের মামলা

মেজর সিনহা নিহতের ঘটনায় আদালতে বোনের মামলা

বাংলাদেশ সংবাদ- বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর প্রাক্তন এসএসএফ সদস্য সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস আদালতে মামলা দায়ের করেছেন।

বুধবার (০৫ আগস্ট) সকালে মোট ৯ জনকে আসামি করে কক্সবাজার উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহানার আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতকে প্রধান আসামি ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

এদিকে মামলার আইনজীবী সাংবাদিকদের জানিয়েছেন, আদালত মামলাটি র‌্যাবকে সুপারভাইজ করতে বলেছেন। সেইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে মামলার কী কার্যক্রম নেয়া হয়েছে, সে ব্যাপারেও আদালতকে অবহিত করতে নির্দেশ দিয়েছেন।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন