অধ্যাপক এমাজউদ্দিন আহমদ মারা গেছেন

অধ্যাপক এমাজউদ্দিন আহমদ মারা গেছেন

বাংলাদেশ সংবাদ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ রাজধানীর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১৭ জুলাই) ভোর ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

শুক্রবার ভোরে স্ট্রোক করার পর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। পরে সেখানেই সকাল পৌনে ছয়টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক এমাজউদ্দিন। তার মরদেহ ল্যাবএইড হাসপাতাল থেকে রাজধানীর কাটাবনের বাসায় নেওয়া হয়েছে।

এমাজউদ্দীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস- উইং সদস্য শামসুদ্দিন দিদার।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন