২৪ ঘণ্টায় আরও ৫০৩ জন করোনাভাইরাসে সংক্রমিত

২৪ ঘণ্টায় আরও ৫০৩ জন করোনাভাইরাসে সংক্রমিত

বাংলাদেশ সংবাদ- শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান

তিনি বলেন, ‘দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০৩ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ১৩১ জনের প্রাণহানি হলো।’

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ‘গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যে ৪ জন মারা গেছেন তাদের সবাই পুরুষ এবং তারা সবাই ঢাকার।’

দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন