দেশে নতুন আক্রান্ত ৩৯০, আরও ১০ জনের মৃত্যু

দেশে নতুন আক্রান্ত ৩৯০, আরও ১০ জনের মৃত্যু

বাংলাদেশ সংবাদ- দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৭২ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন। মোট সুস্থ এখন ৯২ জন।

বুধবার (২২ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ৯২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৫২ জনের। আগের কিছু ছিলো। তা মিলে ৩ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। আগের দিনের তুলনা ৪ দশমিক ২ শতাংশ বেশি।’

ডা. সুলতানা বলেন, ‘মৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী। ৭ জন ঢাকায় আর ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে একজন করে। বয়সের হিসেবে ৬০ এর উপরে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সীর মধ্যে ২ জন।’

তিনি জানান, গত ২৪ ঘন্টায় আইসলুশনের নেয়া হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসলুশনের আছেন ৯০০ জন।

এসময় তিনি প্রতিদিনের মতো করোনা মোকাবিলায় স্বাস্থ্য বিধিমালাগুলো তুলে ধরেন।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন