দেশে আরও ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১২

দেশে আরও ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১২

বাংলাদেশ সংবাদ- দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় একদিনে রেকর্ড সংখ্যক ৩১২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৪৫৬ জন হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন। মোট সুস্থ এখন ৭৫ জন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয়েছিল। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন