দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫: আইইডিসিআর

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫: আইইডিসিআর

বাংলাদেশ সংবাদ- দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৩৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। মোট মৃত্যু বেড়ে হয়েছে ১২ জন।

সোমবার (৬ এপ্রিল) এক ব্রিফিংয়ে আইইডিসিআন এ তথ্য জানিয়েছেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানায়, করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা ২৯ জন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় একটি জাতীয় কমিটির গঠন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমাকে জাতীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কিন্তু কখন কারখানা খুলবে, মসজিদ খোলা থাকবে কিনা- এসব বিষয়ে জাতীয় কমিটির সঙ্গে আলোচনা হয় না। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়া আমার সঙ্গে কোনও কিছু আলোচনা হয় না। ফলে আমি সাংবাদিকদের জবাব দিতে পারি না।’

পোশাক কারখানা খোলা রাখা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘বিজিএমইএ, বিকেএমইএ বিষয়গুলো দেখবে। আমরা যদি ইচ্ছে করে সংক্রমণ বাড়াই, সেটা তো বলতে হবে। আগামীতে যাতে এমনটা না হয় সেটা খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘মানিকগঞ্জে একটি মাদরাসায় একসঙ্গে ২৮ জন ওঠাবসা করেছিল। তাদের কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব জায়গায় এভাবে ছড়িয়ে পড়লে হাসপাতালে জায়গা দিতে পারবো না।’

‘এটা তো রোগ, সেটা বুঝতে হবে। রোগ কাউকে ছাড়বে না’- বলেন স্বাস্থ্যমন্ত্রী।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল রবিবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জানায়, দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৮৮ জন। তাদের মধ্যে মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।

Comments are closed.

More News...

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ