১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি

১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি

বাংলাদেশ সংবাদ – দেশে বেড়ে চলেছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণ ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন রবিবার (৫ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মূলত ছুটি দেয়া হয়েছে ১৩ এপ্রিল। ১৪ এপ্রিল শবে বরাতের সরকারি বন্ধ থাকায় এটিও যুক্ত হবে। আগে প্রথম ধাপে ৪ এপ্রিল পর্যন্ত ছিল এ ছুটি। পরে দ্বিতীয় ধাপে ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

গত দুদিনের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সাধারণ ছুটি বাড়ানোর দাবি উঠেছিল বিভিন্ন ফোরামে। সরকার অবশেষে সেই পথেই হাটল।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন