৭ মার্চের ভাষণ আমাদের শক্তি ও প্রেরণার উৎস- লায়ন মোঃ গনি মিয়া বাবুল

৭ মার্চের ভাষণ আমাদের শক্তি ও প্রেরণার উৎস- লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বাংলাদেশ সংবাদ- বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, ৭ মার্চের ভাষণ আমাদের শক্তি ও প্রেরণার উৎস। এই ভাষণ বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। এই ভাষণে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের সঠিক দিক নির্দেশনা ছিল। এই ভাষণকে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত ও ৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার জন্যে তিনি দাবি জানান।

৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে স্বাধীনতা নার্সেস পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৭ মার্চ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কনফারেন্স হলে আয়োজিত আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। স্বাধীনতা নার্সেস পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ইকবাল হোসেন সবুজ। অনুষ্ঠানে গীতিকার খাদেমুল ইসলাম এর গানের এ্যালবাম ‘মুজিব মানে বাংলাদেশ’ নার্স ও হাসপাতালের কর্মকর্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন