ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

বাংলাদেশ সংবাদ- ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রোববার একাধিক রকেট হামলা চালানো হয়েছে।
মার্কিন সেনাবাহিনী এক সূত্রে এ খবর জানানো হয়।
ইরাকে মার্কিন কোন স্থাপনায় চালানো এটি সর্বশেষ হামলা। তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বাগদাদের কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোনে মার্কিন দূতাবাস অবস্থিত। বার্তা সংস্থা এএফপি’র সংবাদদাতা জানান, সেখান থেকে তিনি বড়ো ধরণের একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এরপর পরই ওই এলাকায় বিমান প্রদক্ষিণ করতে দেখা গেছে।
বাগদাদে অবস্থিত মার্কিন ঘাঁটি কিংবা এর কাছেই থাকা আমেরিকান দূতাবাস লক্ষ্য করে গত অক্টোবর থেকে এ পর্যন্ত উনিশ দফা হামলা চালানো হয়েছে।
এসব হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরই এসব হামলার জন্যে ইরান সমর্থিত হাশেদ আল শাবি গ্রুপের দিকে আঙুল তুলে আসছে।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন