২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন

বাংলাদেশ সংবাদ- চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), বগুড়া-১ ও যশোর-৬ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই তিনটি নির্বাচনের ভোটগ্রহণ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মার্চ। চসিকে ভোটগ্রহণ করা হবে ইভিএমে আর বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর।

নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ২৯ মার্চ রবিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন