ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৮০

ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৮০

বাংলাদেশ সংবাদ- ইরানে ইউক্রেনিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৮০ জনের সবাই নিহত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) তেহরানের ইমাম খোমেনী বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বিমানটি। খবর ফার্স, আল জাজিরা।

ইরানের জরুরি সেবার প্রধান পির হোসেন কৌলিভান্দ জানান, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়।

এদিকে হতাহতের খবর নিশ্চিতের আগে ইরানের রেডক্রিসেন্ট জানিয়েছিল, জীবন্ত কাউকে উদ্ধারের কোনও সম্ভাবনা নেই।

ইরানি গণমাধ্যম ফার্স ও রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি তেহরানের কাছে পারান্দ নামক এলাকায় বিধ্বস্ত হয়। রাজধানী তেহরানের খোমেনী বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটে।

বিমানটিতে যাত্রী ও স্টাফসহ ১৮০ জন ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তবে এই দুর্ঘটনায় হতাহতের ব্যাপারে কিছু জানাতে পারেনি তারা।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন