সুষ্ঠু নির্বাচন করতেই ঢাকা সিটিতে ইভিএমে ভোট- সিইসি

সুষ্ঠু নির্বাচন করতেই ঢাকা সিটিতে ইভিএমে ভোট- সিইসি

বাংলাদেশ সংবাদ- সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের জন্যই ঢাকার দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

শনিবার দুপুরে বরিশাল জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন। বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

আগামী ৩০ জানুয়ারি ভোটের দিন রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ইসি জানিয়েছে, ঢাকার দুই সিটিতেই সবকেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ হবে।

সিইসি বলেন, ‘ঢাকা সিটি নির্বাচন ত্রুটিমুক্ত করার ইভিএম ব্যবহার করব। যাতে লোকে ভোট দিতে গিয়ে ভোট দিয়ে আসতে পারে। এখানে ত্রুটিযুক্ত কোনো কিছুর সুযোগ আমরা রাখতে চাই না।’

Comments are closed.

More News...

ঈদ সমাজে পারস্পরিক সৌহার্দ্যতা বৃদ্ধি করে ……লায়ন গনি মিয়া বাবুল

লায়ন গনি মিয়া বাবুল কবিসংসদ বাংলাদেশের সভাপতি নির্বাচিত