ডাকসুতে হামলার ঘটনায় ৪৩ জনের বিরুদ্ধে মামলা

ডাকসুতে হামলার ঘটনায় ৪৩ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ সংবাদ- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গেট বন্ধ করে ভিপি নুরুল হক নুরসহ অন্যদের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৩ জনের নামে মামলা করেছে। সোমবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় বাকিদের গ্রেফতার চলছে বলেও জানান তিনি।

গত রোববার দুপুরে লাইট বন্ধ করে, রড, লাঠিসোঁটা নিয়ে ডাকসুর ভবনের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। এতে ভিপি নুরসহ তার সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ২০ জনের মতো আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন