সিরিয়ায় সংঘর্ষে ৬১ জন নিহত

সিরিয়ায় সংঘর্ষে ৬১ জন নিহত

বাংলাদেশ সংবাদ- সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষে অন্তত ৬১ জন নিহত হয়েছে। এদর মধ্যে ২৩ জন সরকারি সৈন্য এবং ৩৮ জন বিদ্রোহী ও তাদের সহযোগী গোষ্ঠীর সদস্য।

শুক্রবার (২০ ডিসেম্বর) জানায় যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা (এসওএইচআর) জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের মারেত আল-নুমান শহরের কাছে গত ২৪ ঘন্টায় এ সংঘর্ষ হয়। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সবশেষ বড় ঘাঁটি বলে পরিচিত মারেত আল-নুমান।
এসওএইচআর জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে ওই সংঘর্ষে বিদ্রোহী ও তাদের সহযোগী গোষ্ঠীর ৩৮ সদস্য প্রাণ হারিয়েছে। এ সংঘর্ষের ঘটনায় ২৩ জন নিহত হয়েছে বাশার আল আসাদ বাহিনীর।

পর্যবেক্ষক সংস্থাটির দাবি, সংঘর্ষের সময় মারেত আল-নুমানের আশপাশে চক্কর দিচ্ছে রুশ যুদ্ধবিমান। পাশের শহর সারাকিবে একাধিক বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলার ফলে ওই এলাকায বাস্তুহারা হয়েছে বহু মানুষ।

হামলায় বিধ্বস্ত বাড়ি থেকে সপরিবারে পালানোর সময় ইয়াসের ইব্রাহিম আল-দান্দাল বলেন, মারেত আল-নুমান শহরে শতাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি খুবই ভয়াবহ।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন