নিজেই নিজের রেকর্ড ভাঙলেন রোহিত!

নিজেই নিজের রেকর্ড ভাঙলেন রোহিত!

বাংলাদেশ সংবাদ- নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় বিধ্বংসী ব্যাটসম্যান রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড নতুন করে লিখলেন এ ব্যাটসম্যান। ইতোমধ্যেই এ বছরে ৭৭টি ছক্কা মেরেছেন রোহিত, যা এক বছরে সর্বোচ্চ। এ বছর আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।

টানা তিন বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাঁকাচ্ছেন রোহিত। আর প্রতি বছরই তিনি নিজেকে ছাড়িয়ে গড়েছেন নতুন রেকর্ড। এবারও তার ব্যতিক্রম হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে রোহিতের ছক্কার সংখ্যা ছিল ৭২টি। আর এ ম্যাচে ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে তিনি হাঁকিয়েছেন ৫টি ছক্কা। ফলে গতবারের ৭৪ ছক্কাকে ছাড়িয়ে গেছেন রোহিত। ছক্কার সংখ্যায় এ বছরে রোহিতের পরেই রয়েছেন ইংলিশ ব্যাটসম্যান ইয়োন মরগান। তার ছক্কা সংখ্যা ৬০।

এর আগে ২০১৫ সালে ৬৩ ছক্কা হাঁকিয়ে এক বছরে সর্বোচ্চ ছকার মালিক হয়েছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। দুই বছর পরই সে রেকর্ড ভাঙেন রোহিত। ২০১৭ সালে তিনি হাঁকান ৬৫ ছক্কা। এরপর ২০১৮ সালে রোহিত এ রেকর্ডই গড়েন নতুন করে। সে বছর মারেন ৭৪টি ছক্কা। আর চলতি বছর এক ম্যাচ বাকি থাকতেই মারলেন ৭৭টি ছক্কা।

Comments are closed.

More News...

শেখ কামাল এনএসসি পুরস্কারে ভুষিত হলেন ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই সংগঠন

‘শেখ কামাল ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাওয়ার্ড’ বিসিবির সবচেয়ে বড় পুরস্কার : পাপন