আজ গাজীপুর মুক্ত দিবস

আজ গাজীপুর মুক্ত দিবস

বাংলাদেশ সংবাদ- আজ ১৫ ডিসেম্বর ইতিহাস ঐতিহ্যে ভরপুর গাজীপুর মুক্ত দিবস।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

গাজীপুর মুক্ত হয়েছিলো ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর রাতে। এর আগে ১৪ ও ১৫ ডিসেম্বর দু’দিন পাক হানাদার বাহিনীর সাথে তুমুল যুদ্ধ হয়েছিলো গাজীপুরের বিভিন্ন এলাকায়।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন জেলার নানা স্থানে বিজয় মেলার আয়োজন করেছে।

আজ গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে সকাল ১০টায় বঙ্গতাজ অডিটরিয়ামে জেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া, আজ সকাল ১১টায় টঙ্গী প্রেসক্লাবে গাজীপুর পেশাজীবী সমন্বয় পরিষদ ও গাজীপুর সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করেছে।

সাবেক এমপি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের আগেই ১৯৭১ সালে ১৯ মার্চ গাজীপুরের সশস্ত্র প্রতিরোধ যুদ্ধসহ ৫, ১৫, ও ১৭ মার্চের মহান মুক্তিযুদ্ধের সূচনার প্রাক্কালে মুক্তিযুদ্ধে গাজীপুরের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবোজ্জ্বল।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন