অ্যাবের ভারত সফর স্থগিত

অ্যাবের ভারত সফর স্থগিত

বাংলাদেশ সংবাদ- জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ভারতের উত্তরাঞ্চলে তার সফর স্থগিত করছেন। সম্প্রতি ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন পাশ করায় সেখানকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। শুক্রবার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়। খবর এএফপি’র।
অ্যাবে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে শনি থেকে মঙ্গলবার ভারত সফরের ঘোষণা দিয়েছিলেন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুৃযায়ী, ভারতের পূর্বাঞ্চলীয় নগরী গোহাটি ও আসাম প্রদেশে মোদি ও অ্যাবের সাক্ষাৎ হওয়ার কথা ছিল। তবে, নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সম্প্রতি এ অঞ্চল বিক্ষোভে উত্তাল হয়ে উঠে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন,খুব শিগগির দু’নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
পরে তারা পূর্বাঞ্চলীয় অপর প্রদেশ মনিপুরে এক নতুন ‘পিস মিউজিয়াম’-এ মিলিত হবেন। এলাকাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিপূল সংখ্যক সৈন্য শহীদ হওয়ায়ার জন্য বিখ্যাত। নিহত ঔই সৈন্যদের বেশির ভাগই ছিল জাপানী।
কিন্তু, ‘নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় অ্যাবে তার সফর স্থগিত করেন।’

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন