বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপি কর্মসূচী পূণ্যভূমি সিলেট থেকে শুরু

বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপি কর্মসূচী পূণ্যভূমি সিলেট থেকে শুরু

বাংলাদেশ সংবাদ -মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপি কর্মসূচী ১ ডিসেম্বর সকাল থেকে শুরু হয়। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে সকাল ৮ টায় হযরত শাহজালাল (রহঃ) এর মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয়। এরপর মাজার প্রাঙ্গণ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বক্তব্য রাখেন, সংগঠনের কেদ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন খান ও নির্বাহী সদস্য এসএম আজাদ হোসেন।
সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ অধ্যায়। ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ডিসেম্বর মাসে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যা আমাদের সর্বশ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। তিনি সকল স্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান। কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামীম আলম দীপেন, বঙ্গ টিভির চেয়ারম্যান কবি মায়ারাজ,সংগঠনের নির্বাহী সদস্য মোঃ দুলাল মিয়া,সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ আলী আকবর,মোঃ হুমায়ুন কবির হিমু,মোঃ সোহেল মিয়া, শিরিন আক্তার,নাজমা আক্তার প্রমুখ।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন