রাজপথে বিএনপি; পুলিশের সাথে সংঘর্ষ

রাজপথে বিএনপি; পুলিশের সাথে সংঘর্ষ

বাংলাদেশ সংবাদ – রাজধানীতে হাইকোর্টের সামনের ব্যস্ত সড়ক অবরোধ করে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান করছিল বিএনপির নেতাকর্মীরা।

একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের জটলা থেকে পুলিশকে লক্ষ্য করে একটি ঢিল ছুড়ে মারলে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষ গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে শেষ হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্টের দিকে অগ্রসর হয়। এর কিছুক্ষণ পরই মিছিলটি হাইকোর্টের দ্বিতীয় গেটে গিয়ে অবস্থান নেয়। এসময় হাইকোর্ট থেকেও বিএনপিপন্থি আইনজীবীসহ অনেকেই মিছিলে যোগ দেন।

সুপ্রিম কোর্টের প্রধান গেটের সামনে অবস্থানে অংশ নেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তারা দেশবাসীকে রাস্তায় নেমে আসার আহবান জানান। যতক্ষণ না পর্যন্ত বেগম খালেদা জিয়ার মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলারও ডাক দেন।

Comments are closed.

More News...

পুরুষের কাজের প্রেরণা তার প্রিয়তমা …….লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মুহম্মদ আলতাফ হোসেন একজন সৃজনশীল মানুষ ছিলেন