মুশফিককে সুখবর দিল আইসিসি!

মুশফিককে সুখবর দিল আইসিসি!

বাংলাদেশ সংবাদ – বাংলাদেশ দলের সেরা পারফরমার মুশফিকুর রহিম। কলকাতায় ম্যাচ হারলেও এদিন মুশফিকের ব্যাটে মান বাঁচে বাংলাদেশের। তার ৭৪ রানের ওপর ভর করে ম্যাচ তৃতীয় দিনে গড়ায়। সবাই হাজিরা দেওয়ায় ব্যস্ত থাকলেও ব্যতিক্রম ছিলেন মুশি।

তার এই পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে সু খবর দিল। লড়াকু এই ইনিংসের সুবাদে টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিংয়েও চার ধাপ এগিয়েছেন মুশফিক। ৩০ নাম্বার থেকে উঠে এসেছেন ২৬ নম্বরে। কিছুটা উন্নতি হয়েছে মাহমুদউল্লাহরও।

ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করে আহত হওয়া এই ব্যাটসম্যান এখন র‌্যাংকিংয়ে ৪৪ নম্বরে। আর ভারতের বিপক্ষে সিরিজ না খেলা তামিম ইকবাল নেমে গেছেন ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে ২৭ নম্বরে।

বোলারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ। তবে তাদের র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি। তাইজুল ২৩ আর মিরাজ ২৪তম অবস্থানে। মিরাজ আবার অলরাউন্ডার র‌্যাংকিংয়েও ১৪ নম্বরে।

তবে কোনো র‌্যাংকিংয়েই নেই সাকিব আল হাসান। এক বছরের জন্য নিষিদ্ধ এই অলরাউন্ডার জায়গা হারিয়েছেন আইসিসির সব ফরমেটের র‌্যাংকিংয়ে।

Comments are closed.

More News...

শেখ কামাল এনএসসি পুরস্কারে ভুষিত হলেন ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই সংগঠন

‘শেখ কামাল ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাওয়ার্ড’ বিসিবির সবচেয়ে বড় পুরস্কার : পাপন