মঈন উদ্দীন খান বাদল এর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক প্রকাশ

মঈন উদ্দীন খান বাদল এর মৃত্যুতে  বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শোক প্রকাশ

বাংলাদেশ সংবাদ – জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি, মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল এর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ শোক প্রকাশ করেছে। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ৭ নভেম্বর এক শোক বার্তায় মঈন উদ্দীন খান বাদল এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একজন দক্ষ, প্রাজ্ঞ, বিচক্ষণ ও মেধাবী রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সৃজনশীল রাজনীতিবিদকে হারালো। উল্লেখ্য যে, ৭ নভেম্বর সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঈন উদ্দীন খান বাদল মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে মারা যান।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন