পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণে ৬৫ জন নিহত

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণে ৬৫ জন নিহত

বাংলাদেশ সংবাদ- পাকিস্তানের লিয়াকতপুর শহরের কাছে একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৫ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় জেলা কমিশনার রাহিম ইয়ার খানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডন।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন -এর অনলাইনে বলা হয়েছে, নিহতের মধ্যে নারী ও শিশুরাও রয়েছ। হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত ১০টি মরদেহ শনাক্ত করেছে।

হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা রেসকিউ সার্ভিসের প্রধান বাকির হোসেন জিয়ো টেলিভিশনকে এই নিহতের খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এছাড়াও ১৫ জন আহত হয়েছেন। আগুন থেকে পালাতে গিয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে।

এ ঘটনার দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় শহর করাচি থেকে লাহোরে যাচ্ছিল। তখন এক যাত্রীর গ্যাস সিলিন্ডারের বিস্ফারণে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রহিম ইয়ার খান শহরের কাছে এই বিস্ফোরণে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এর আগে জেলা পুলিশ কর্মকর্তা সর্দার মুহাম্মদ আমির তৈমুর খান নিহতের সংখ্যা ২৫ বলে জানান। পতে তা ৪৬ জনে গিয়ে দাঁড়ায়। এখন নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫তে।

পাকিস্তানের রেলওয়ে কর্মকর্তারা বলেন, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

পাকিস্তানের ওই ট্রেনটির যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেটি তাবলীগ জামাতের এক লোক বুকিং নিয়েছিলেন। সকালের নাস্তা তৈরিতে তিনি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।

এ তথ্য ডনকে নিশ্চিত করেছেন পাকিস্তানের রেলওয়েমন্ত্রী শেখ রশিদ।

বিস্ফোরণে আশপাশের আরও দুটি কোচে আগুন লেগে যায়। ইমার্জেন্সি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে বলে খবরে বলা হয়েছে।

এদিকে পাকিস্তানের আইএসপিআর এ ঘটনায় এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে জানা গেছে, আহতদের উদ্ধার করতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Comments are closed.

More News...

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ ৯ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন